প্রশাসনিক
জনাব

ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু
সভাপতি
আধুনিক জাতি গঠনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। তাই বর্তমানে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছে এবং এরই ধারাবাহিকতায় সমগ্র দেশের সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এটা দেশ ও জাতির জন্য বড় এক অগ্রগতি। উন্নত বিশ্বের সাথে আমরা আজ তাল মিলিয়ে চলতে সক্ষম হচ্ছি। কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন অবস্থিত পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ অত্র এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারী সহায়তার পাশাপাশি কলেজের শিক্ষক কর্মচারীরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। কলেজে আধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ইন্টারনেট, মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান এবং সকল তথ্য কলেজের ওয়েবসাইটে সংরক্ষনের ব্যবস্থা সহ সমস্ত কার্যক্রম আধুনিক প্রযুক্তি নির্ভর করা হচ্ছে। প্রতিষ্ঠানের এ কার্যক্রমে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সাফল্য কামনা করছি।
জনাব

ফয়েজ আহমদ
অধ্যক্ষ
বিশ্ব আজ তথ্য ও প্রযুক্তি নির্ভরশীল। আধুনিক জাতি গঠনে এর কোন বিকল্প নেই। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার সুফল জাতি পেতে শুরু করেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার এ মহা পরিকল্পনার অংশ হিসাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকার আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে যাচ্ছে। যার ধারাবাহিকতায় পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ মৌলভীবাজার -এর বিভিন্ন কর্মকান্ড আজ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইন্টারনেট, কম্পিউটারের ব্যবহার, মাল্টিমিডিয়ার মাধ্যমে অনেক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম অব্যাহত আছে। ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীদের যাবতীয় তথ্য কলেজের ওয়েবসাইটে সন্নিবেশিত হয়েছে। অল্প সময়ের মধ্যেই সকল শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান সম্পন্ন করা হবে। এর জন্য বিভিন্ন শিক্ষক ICT এর উপর শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে প্রশিক্ষন গ্রহণ করেছেন। বাকি সকল শিক্ষক কলেজের নিজস্ব কম্পিউটার ল্যাবে ICT এর উপর In-house প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ কার্যক্রম এখনও অব্যাহত আছে। কলেজের ওয়েবসাইট ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তির ব্যবহার ও জ্ঞান অর্জনের সহায়তা করবে বলে আমি আশাবাদী। আমি কলেজের সাফল্য ও মঙ্গল কামনা করছি।